খেলাধুলা ডেস্ক ।। ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত ফুটবল স্টেডিয়াম রিও ডি জেনেরোর মারাকানাতে আসন্ন অলিম্পিক ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে। বুধবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) এটি নিশ্চিত করেছে। ১৯ আগস্ট অলিম্পিক ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এদিকে মারাকানাতেই অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১৪ এপ্রিল স্থানীয় সময় সকাল দশটায় ড্র অনুষ্ঠিত হবে বলে ফিফা জানায়। রিও ডি জেনেরোর মারাকানা স্টেডিয়াম ছাড়াও আরো পাঁচটি শহরে অলিম্পিক ফুটবলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। শহরগুলো- বেলো হরাজন্ত, ব্রাসিলিয়া, মানাউস, সালভাদর ও সাও পাওলো। স্বাগতিক ব্রাজিল ছাড়া আর যেই দেশগুলো পুরুষদের অলিম্পিক ফুটবলে অংশ নিবে সেগুলো হলো- আর্জেন্টিনা, ডেনমার্ক, জার্মানি, পর্তুগাল, সুইডেন, ফিজি, হন্ডুরাস, মেক্সিকো, আলজেরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, ইরাক, জাপান ও দক্ষিণ কোরিয়া। ১৬ দলের টুর্নামেন্টে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্য হতে একটি দেশ অংশ নেবে। আগামী মাসে প্লে-অফে জয় পাওয়া দলটি চূড়ান্ত পর্বে অংশ নেবে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে অলিম্পিক ফুটবলের শিরোপা এখনো পর্যন্ত অধরাই রয়ে গেল। তাই এবার ঘরের মাঠে মরিয়া হয়েই নামবেন নেইমাররা। মূলত অলিম্পিক ফুটবলে ২৩ বছর বয়সী খেলোয়াড়রা অংশ নিলেও তিনজন বেশি বয়সী খেলোয়াড় খেলার সুযোগ পান। ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি অনুযায়ী, তিন সিনিয়র খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব ইন্টারন্যাশিওনালের গোলরক্ষক অ্যালিসন, ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা ও বার্সেলোনা সুপারস্টার নেইমারকে দলে রাখবেন বলে জানিয়েছেন কার্লোস দুঙ্গা। প্রসঙ্গত, আগামী ৩ থেকে ১৯ আগস্ট ব্রাজিলের ভিন্ন ছয়টি শহরে অলিম্পিক ফুটবলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।