নয়াদিল্লি, ০৯ জুলাই/(NUT) : সংসদে ঘুমোচ্ছেন রাহুল গাঁধী! এমনই অভিযোগ উঠল একটি ভিডিও সামনে আসায়।তাতে দেখা যাচ্ছে, লোকসভায় দ্রব্যমূল্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যেই চোখ বুজে রয়েছেন রাহুল, মাথা নুয়ে পড়েছে।। অভিযোগ, সুখনিদ্রায় ঢলে পড়েছেন। কংগ্রেস সহ সভাপতি।।লোকসভা নির্বাচনে বিপর্যয়ের মধ্যে দলের শীর্ষ নেতার এহেন ‘নিদ্রা’র ছবি স্বস্তিকর হবে না বুঝেই তড়িঘড়ি পরিস্থতি সামলাতে নেমে পড়ে কংগ্রেস।তাদের দাবি, মোটেই ঘুমোচ্ছিলেন না আমেথির এমপি!
লোকসভা টিভির দৌলতে সোস্যাল মিডিয়ার কংগ্রেসের ভবিষ্যত প্রজন্মের শীর্ষ নেতার ঢুলুনির ছবি ছড়িয়ে পড়তেই কটাক্ষ, সমালোচনার পালা শুরু হয়।কংগ্রেস ও রাহুলকে অস্বস্তিতে ফেলার সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপি কটাক্ষমিশ্রিত মন্তব্য করে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কংগ্রেস গত ১০ বছর ধরে ঘুমিয়েই রয়েছে।আর আজ লোকসভায় এ নিয়ে আলোচনার মাঝে ঘুমিয়ে পড়লেন কংগ্রেসের যুবরাজ।বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হুসেন এই খোঁচা দিয়ে বলেন, আসলে কংগ্রেস মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনায় আগ্রহীই নয়।ওদের কাছে এগুলি শুধু স্লোগানে ব্যবহারের শব্দ।সেজন্যই আলোচনাটা রাহুলের কাছে এতটাই একঘেয়ে লাগছিল ।যে তিনি ঘুমেই ঢলে পড়লেন।
কটাক্ষের জবাবে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি রাহুলের ঘুমিয়ে পড়ার অভিযোগ অস্বীকার করেন।বিষয়টিতে অতিরিক্ত রং চড়ানোর অভিযোগ তুলে তিনি এমন ইস্যু তোলাটা কি আদৌ শোভনীয়, এই প্রশ্ন তোলেন।তাঁর দাবি, গত ৭ সপ্তাহ ধরে সরকার তুচ্ছ, প্রতিশোধের রাজনীতি করছে! কংগ্রেসের আরেক মুখপাত্র রাজীব শুক্ল বলেন, একটা সামান্য ব্যাপারকে ফুলিয়ে-ফাঁপিয়ে বড় করে তোলা হচ্ছে।আমার ১৪ বছরের সংসদীয় কেরিয়ারে শাহনওয়াজের দলের অনেককে আমিও সংসদে আলোচনার মধ্যেই ঝিমোতে, ঘুমোতে দেখেছি! অনেকে কখনও কখনও চোখ বুজে অন্যের ভাষণ খুব মন দিয়ে শোনেন।রাহুলও সেটাই করছিলেন।অটলবিহারী বাজপেয়ী তো বিতর্কের সময় চোখ বুজে শুনতেন!।
বিতর্কে রাহুল পাশে পেয়েছেন শরিক এনসিপি নেতা প্রফুল প্যাটেলকে।তিনি বলেছেন, কারও চোখ বোজা থাকলেই তিনি ঘুমোচ্ছেন বোঝায় না।সংসদে অনেকে চোখ বুজে থাকেন।তার মানে এই নয়, তাঁরা ঘুমোচ্ছেন!