গোপাল সিং, খোয়াই, ২৬ ফেব্রুয়ারী ।। ‘জনগনের স্বাধীন মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদ সহ ৯ দফা দাবিতে গর্জে উঠল খোয়াই। বৃহস্পতিবার বিকেলে সিপিআই(এম) খোয়াই অঞ্চল কার্য্যালয়ের সামনে থেকে গর্জীয়মান মিছিল খোয়াই শহর পরিক্রমা করে সুভাষপার্কস্থিত কোহিনুর কমপ্লেক্সের সামনে প্রতিবাদি সভায় মিলিত হয়। সেখানে উপস্থিতি ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত,সিআইটিইউ খোয়াই বিভাগীয় সম্পাদক নির্মল বিশ্বাস সহ অন্যান্যরা। এদিনকার মিছিলে নারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।