নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ।। ২৪শে ফ্রেব্রুয়ারী TTAADC-র ভিলেজ কমিটির নির্বাচনে ভোটদাতারা পবিত্র কর্তব্য সম্পাদন করেছেন। শান্তিপূর্ণ ভোটের প্রশ্নে মোটামুটি সব পক্ষই সন্তোষ প্রকাশ করেছে। ভোটারদের অভিনন্দন জানিয়েছে ভোটে অবতীর্ণ সব দল। ২৪শে ফ্রেব্রুয়ারী TTAADC-র ভিলেজ কমিটির নির্বাচনে ব্যালট পেপারের ত্রুটির কারনে ৪টি আসনে পূণরায় ভোট নেয়া হয় শুক্রবার। ৪টি আসনে পূণরায় ভোট পর্ব শেষে নির্বাচন কমিশনের তরফে সাংবাদিকদের জানানো হয়, ভোট পড়েছে ৮৫.১৫ শতাংশ। নিরাপত্তার নাকাবন্দিতে পাহাড়ের ভোটদান পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। তবে পাহাড় আগামীর ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে সেই প্রশ্নের উত্তর দেবে ২৭শে ফেব্রুয়ারী বাক্সবন্দি মানুষের রায়।