নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারী ।। TTAADC-র ভিলেজ কমিটির নির্বাচনে ২৭শে ফেব্রুয়ারী সকাল ৬টা থেকে শুরু হবে ভোট গননা। ভোট গণনার দিন শান্তি ও সুস্থিতি বজায় রাখতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক এক আদেশে CRPC-র ১৯৭৩ অনুযায়ী ১৪৪ ধারা জারি করেছেন। কোন ব্যাক্তি এই ধারা অমান্য করলে IPC-র ১৮৮ধারা মোতাবেক দোষী সাব্যস্ত হবেন। এই বিধি নিষেধ ২৭শে ফেব্রুয়ারী সকাল ৬টা থেকে গণনা প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।