দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী ।। জীবন যুদ্ধের লড়াইয়ে অবশেষে হার মানতে হয়েছে মেলারমাঠের সরল সাদা সিধে প্রদীপ কুমার সাহার, ছিলেন মেলারমাঠ CPI(M)-র ব্রাঞ্চ কমিটির সদস্য। খেটে খাওয়া মানুষদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন প্রয়াত মানুষটি। মেলারমাঠের প্রয়াত প্রদীপ কুমার সাহার সর্বজনে পরিচিতি ছিল P.K. নামে। P.K. শূন্য মেলারমাঠের এলাকাবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে P.K.-র বয়স হয়েছিল ৬৩ বৎসর।