তুলাশিখর ও পদ্মবিল ব্লকের ভিলেজ কমিটি বামেদের দখলে, দুই ব্লকের ৫টিতে কবজা IPFT-র

cpim-ipftগোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী ।। ‘এডিসি ভিলেজ কমিটির ভোট গণনা সম্পন্ন। পদ্মবিল ব্লকের ১৪টি ভিলেজ কমিটির ৮১টি আসনের মধ্যে ৪টি আসন দখল করল আইপিএফটি। ৭৭টি আসনে জয়ী বামফ্রন্ট। বাইজালবাড়ীতে ৯টি আসনের মধ্যে প্রথমে আইপিএফটি পেয়েছিল ৫টি এবং ৪টি পেয়েছিল বামফ্রন্ট। কিন্তু পুনরায় গণনার দাবি করে বামফ্রন্ট। আর তাতেই হিসেব পাল্টে যায়। দেখা যায় বামফ্রন্টের দখলে যায় ৫টি আসন এবং আইপিএফটির দখলে যায় ৪টি আসন। এনিয়ে উত্তেজনা দেখা দেয়। অপরদিকে তুলাশিখরে ২৩টি আসনের মধ্যে বামফ্রন্টের দখলে গেল ২২টি আসন এবং ১টি আসন যায় আইপিএফটি’র দখলে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*