“মন কি বাত”-এ বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর আগাম প্রতিক্রিয়া

mdজাতীয় ডেস্ক ।। “সোমবার বাজেট। দেশের ১২৫ কোটি মানুষের কাছে আমার পরীক্ষা। আমি পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাসী।” আজকের মন কি বাত-এ বাজেট নিয়ে আগাম প্রতিক্রিয়ায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১ মার্চ থেকে শুরু হতে চলেছে দিল্লি বোর্ডের পরীক্ষা। আজ মূলত তাদের উদ্দেশেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তখনই তিনি বলেন, তাঁরও পরীক্ষা আছে। আর সেটা আগামিকাল। কারণ, আগামিকালই বাজেট। তবে এই পরীক্ষা নিয়ে তিনি মোটেই ভয় পাচ্ছেন না। পুরোদমে আত্মবিশ্বাসী তিনি। আরও বলেন, “আত্মবিশ্বাস থাকলেই সফলতা আসবে। আর আমাদের সাফল্যে দেশ এগোবে।”
৩৪ মিনিটের বক্তৃতায় মোদী বলেন, পরীক্ষার সময় পুষ্টিকর খাবার খাও। সুস্থ থাকো। মনের উপর অযথা কোনও চাপ নিও না।
পরীক্ষার্থীদের উদ্দেশে শুভেচ্ছা জানান সচিন তেন্ডুলকর, বিশ্বনাথন আনন্দ ও অন্য বিশিষ্ট ব্যক্তিরাও।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*