৫দিন ব্যাপী খোয়াই বইমেলার শুভারম্ভ

kb kb.jpg1গোপাল সিং, খোয়াই, ২৮ ফেব্রুয়ারী ।। ‘বই পড়ুন, বই পড়ান, পাঠক তৈরী করুন’। পুস্তকপ্রেমীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দিয়েই শনিবার থেকে সূচনা হল খোয়াই বইমেলার। দীর্ঘদিন অসুস্থতাজনিত কারনে খোয়াইয়ের বাইরে ছিলেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার। চিকিৎসা সেরে খোয়াইতে পৌছেই ৫ দিনব্যাপী বইমেলার সূচনা করলেন শনিবার। সেই সাথে ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র, খোয়াই বিভাগীয় কমিটির মুখপত্র ‘আহ্বান’-এর বইমেলা সংখ্যার আবরন উন্মোচন করলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার।
‘বই হবে তেমন বই, যে বই মানুষকে সচেতন করে। যে বই মানুষকে, সমাজকে, জীবনকে ভালবাসতে শেখায়। বেই হবে তেমন বই। ভোগবাদী দুনিয়ায় যেমন লেখক স্বাধীন নন, তেমনি প্রকাশকও স্বাধীন নয়। তাদের মস্তিস্ক পর্যন্ত কিনে নেওয়া হচ্ছে। ব্রেন কিনে নেওয়া হচ্ছে। তাই বলে কি ভারতবর্ষে গুনি লেখক নেই, আছে। কিন্তু তারপরও একটা ঘাটতি থেকে যাচ্ছে।’ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই নিজের মতামত ব্যক্ত করলেন উদ্বোধক সমীর দেবসরকার।
অপরদিকে দ্য অল ত্রিপুরা পাবলিশার্স এন্ড বুক সেলার্স এসোসিয়েশন-এর সেক্রেটারি উত্তম চক্রবর্তী উনার ভাষনদানেকালে বললেন, আধুনিক যুগেও ই-বুক থেকে শুরু করে প্রযুক্তিবিদ্যার যে মাধ্যমগুলিই পাইনা কেন, বইয়ের বিকল্প বই। ১৯৮১ সালের ৩০শে মার্চ আগরতলার রবীন্দ্রভবনে প্রথম বইমেলার আয়োজন করা হয়। সেই আগরতলা বইমেলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গনে ৩৪তম বর্ষে পা রাখল। ২৫শে ফেব্রুয়ারী আগরতলা বইমেলার সমাপ্তি ঘটে। বর্তমান প্রজন্মকে অতীত থেকে বর্তমানে নিয়ে যাওয়ার সেতু হল বইমেলা’, বললেন উত্তম চক্রবর্তী।
অপরদিকে বইয়ের প্রতি সকলের আগ্রহ বাড়ানোর জন্য বইমেলাকে ব্যবহার করার আহ্বান জানালেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য। এদিনকার উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারপার্সন ও ভাইস-চেয়ারপার্সন যথাক্রমে শুক্লা সেনগুপ্তা ও কানন দত্ত। ছিলেন খোয়াইয়ের বইপ্রেমী অসংখ্য মানুষ। স্থানীয় লেখক, প্রকাশক এবং বিশিষ্টজনেরা। এবারকার বইমেলায় আগামী ২৯শে ফেব্রুয়ারী কবি সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করবেন। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে প্রতিদিনই।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*