দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী ।। রবিবার রাত ৮টা ৩০মিনিট নাগাদ CPI(M) সদর দপ্তরে নিরাপত্তা এড়িয়ে ঢুকে পরে রানীরবাজারের এক দলীয় সমর্থক। তখন সেখানে উপস্থিত ছিলেম মূখ্যমন্ত্রী সহ কয়েকজন মন্ত্রী। সদর দপ্তরে প্রবেশ করে সেই যুবক প্রথমেই বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে’র ৩ লক্ষ টাকা দাবী করে মায়ের চিকিৎসার জন্য। হকচকিয়ে যান বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, উন্মুক্ত যুবক চেয়ার নিয়ে মানিক দে কে মারতে উদ্যত হয় মানিক দে এত টাকা দেয়া সম্ভব না বলায়। ধস্তাধস্তির ঘটনায় ছুটে আসেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী। এই ঘটনায় মেলারমাঠের CPI(M) সদর দপ্তরে ত্রাসের সঞ্চার হয়। পরবর্তীতে যুবকটির মা ILS হাসপাতালে ভর্তি রয়েছে কিনা দলীয় সূত্রে খোঁজ খবর করে জানা যায়, যুবকের নাম সমীর দেবনাথ এবং মায়ের চিকিৎসার ঘটনা সাজানো। মেলারমাঠের CPI(M) সদর দপ্তরের এই ঘটনা পরবর্তীতে পৌঁছে যায় দলীয় কর্মীদের কাছে। খোঁজ খবর শুরু হয় প্রকৃত ঘটনা জানতে। উন্মূক্ত দলীয় সমর্থকের এই তান্ডবে বিদ্যুৎ মন্ত্রীকে বাঁচাতে গিয়ে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী। CPI(M) সদর দপ্তরে এই ঘটনা নিরাপত্তার প্রশ্ন নিয়ে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। উন্মুক্ত যুবকটি মানষিক ভারসাম্যহীন বলে দল সূত্রে জানা গেলেও আদো যুবকটি মানষিক অবসাদগ্রস্থ কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে। পরবর্তীতে যুবকটিকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।