তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে অতিরিক্ত একদিন যোগ হয়। ২৮ দিনের জায়গায় হয় ২৯ দিন। যে বছরে এটি ঘটে সেই বছরকে লিপ ইয়ার বলা হয়ে থাকে।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে, সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। তবে হিসেবের সুবিধার্থে আমরা ঘন্টা মিনিটের হিসেব বাদ দিয়ে সরলভাবে ৩৬৫ দিনে ১ বছর হিসেব করে থাকি। তবে অতিরিক্ত যে সময়কে বাদ দেয়া হয়, চার বছরের হিসেব মেলালে তা একদিনের সমান। আর তাই সূর্যকে প্রদক্ষিণের হিসেব মেলাতে প্রতি চারবছর পর অতিরিক্ত ১ দিন যোগ করা হয়। যা লিপ ইয়ার বা অধিবর্ষ হিসেবে ধরা হয়ে থাকে।
১৫৮২ খ্রীস্টাব্দে এমন বছরকে লিপ ইয়ার নাম দিয়েছিলেন পোপ গ্রেগরি ত্রয়োদশ। আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসেবে সাধারণত ফেব্রুয়ারি মাস ২৮ দিনের হলেও ৪ বছর পর এই মাসটিতেই অতিরিক্ত দিনটি যোগ করা হয়ে থাকে। দিনটির তাৎপর্যকে সামনে রেখে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ তার ডুডল পরিবর্তন করেছে। শুধু দেখাই নয়, মজার এই ডুডলে ক্লিক করলে সবাই জানতে পারবেন এর বিস্তারিত। কেননা, সার্চ ইঞ্জিনটি আপনার সামনে মেলে ধরবে এই নিয়ে লেখা প্রচুর ওয়েবসাইটের ঠিকানা। আজকের পর এমন বাড়তি দিন পেতে অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত।
দিনটি পালন নিয়ে রয়েছে নানা মজার ঘটনা। যেমন মহাজাগতিক হিসেবটি সবাই মেনে নিলেও ইংল্যান্ডের প্রোটেস্ট্যান্টদের তা মানতে একটু বেশি সময় লাগে। অবশ্য বিষয়টি বুঝতে পেরে ১৭৫২ সালে পার্লামেন্ট ফেলে আসা ভুলের মাশুল দিতে সিদ্ধান্ত নেয়। সেই অনুসারে, ঐ বছর ক্যালেন্ডার থেকে ১১দিন বাদ দেয়া হয়। অর্থাৎ সেপ্টেম্বরের ৩ থেকে ১৩ তারিখ এই ১১ দিনকে বাদ দেওয়া হয়। যদিও এমন দুর্ঘটনা আর ঘটেনি।