তারায় তারায় ডেস্ক ।। ‘দ্য রেভেন্যান্ট’ মুক্তির পরপরই যেন নির্ধারিত হয়ে যায় সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন লিওনার্দো ডিকাপ্রিও। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছিল এমন উত্তাপ। একই সিনেমার জন্য কয়েকটি আসর লিওনার্দো পুরস্কার পাওয়ায় প্রত্যাশা বাড়তে থাকে। অবশেষে তা-ই হলো। ১৯৯১ সালে ‘ক্রিটার্স’ র মাধ্যমে বড়পর্দায় পা রাখেন লিওনার্দো। এই ২৫ বছরে তিনি অসংখ্য স্মরণীয় সিনেমা উপহার দিয়েছেন। অস্কার মনোনয়নও পেয়েছে পাঁচবার। ১৯৯৩ সালে মুক্তি পায় লিওনার্দো ডিকাপ্রিও অভিনীত ‘হোয়াটস ইটিং গিলবার্ট গ্রেপ’। অপ্রকৃতিস্থ বালকের চরিত্রে অভিনয় করে পান সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন। কিন্তু ‘দ্য ফিউজিটিভ’ সিনেমার জন্য ওই বছরের পুরস্কারটি পান টমি লি জোনস। এরপর কেটে যায় ১৮ বছর। ২০০৪ সালে মুক্তি পাওয়া বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘দ্য এভিয়েটর’ সিনেমার জন্য লিওনার্দো পান সেরা অভিনেতার মনোনয়ন। সেরা সিনেমা, পরিচালক, অভিনেতা ও মৌলিক চিত্রনাট্যসহ ১১টি বিভাগে মনোনয়ন পায় সিনেমাটি। চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক পরিকল্পনা, শিল্প নির্দেশনা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার যায় ‘দ্য এভিয়েটর’র ঘরে। কিন্তু বাদ পড়েন লিওনার্দো। সেইবার ‘রে’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন জেমি ফক্স। পলিটিক্যাল থ্রিলার ‘ব্ল্যাড ডায়মন্ড’ মুক্তি পায় ২০০৬ সালে। গৃহযুদ্ধে জর্জরিত আফ্রিকার পটভূমিতে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেন লিওনার্দো ডিকাপ্রিও ও জেনিফার কর্নেলি। এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পান লিওনার্দো, ধরেই নেওয়া অস্কার তিনিই পাচ্ছেন। কিন্তু ‘দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ড’র জন্য পুরস্কারটি পান ফরেস্ট হুইটেকার। একই বছর ‘দ্য পারস্যুট অব হ্যাপিনেস’র জন্য মনোনয়ন পান উইল স্মিথ। `দ্য রেভেন্যান্ট’ সিনেমায় লিওনার্দো ডিকাপ্রিও। সিনেমাটির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন আলেকজান্দ্রো গনজালেস ইনারিতু। ২০১৩ সালে মুক্তি পায় লিওনার্দো অভিনীত আরেক স্মরণীয় সিনেমা ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’। এবার তো অস্কার তার না হয়ে পারে না! ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’র প্রযোজক হিসেবে সেরা সিনেমার মনোনয়নও যায় তার ঘরে। কিন্তু ‘টুয়েলভ ইয়ারস আ স্লেভ’ সিনেমার জন্য পুরস্কারটি পান ম্যাথু ম্যাককর্নেগী। এভাবে সিকি শতাব্দীর সিনেমা ক্যারিয়ার শেষে ‘দ্য রেভেন্যান্ট’র জন্য অস্কারটি পেলেন লিওনার্দো। সোমবার সকালে এ পুরস্কার হতে নিয়ে ‘দ্য রেভেন্যান্ট’ টিম ও বিভিন্ন সময়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান তিনি।