আন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীর ওপর এবং এর অদূরে একটি বাজারে সোমবার সকালে পৃথক দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও প্রায় শতাধিক লোক। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এসব হামলার দায় স্বীকার করেছে। বাগদাদের খানিকটা উত্তরে শিয়া অধ্যুষিত সদর শহরের একটি বাজারে সোমবার প্রথম ওই হামলা চালানো হয়। বাগদাদ থেকে আলজাজিরার সাংবাদদাতা ওয়ালিদ ইব্রাহিম জানান, বোমা বিস্ফোরণে সময় ওই বাজারে প্রচুর মানুষ কেনাকাটা করতে এসেছিলেন। তিনি বলেন, ‘একজন আত্মঘাতী হামলাকারীর বোমার বিস্ফোরণে আহত লোকদের সাহায্য করতে যখন লোকজন জড়ো হচ্ছিলেন, তখন শক্তিশালী বোমা বিস্ফোরিত হয় বলে সূত্র জানায়। এটা শিয়া অধ্যুষিত অঞ্চল হওয়ায় শক্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু তারপরও এ ধরনের হামলা বন্ধ করার জন্য সেটা পর্যাপ্ত নয়।’ ওই বোমা হামলার কয়েক ঘণ্টা পর সরকারি সেনা ও পুলিশের ওপর বোমা হামলা চালায় আইএস। পশ্চিম বাগদাদের আবু গারিব কারাগারে হামলা চালিয়ে বেশ কিছু পুলিশ সদস্যকে অপহরণের পর ওই হামলার ঘটনা ঘটে। ইরাকের সামরিক বাহিনী আলজাজিরাকে জানিয়েছে, পাশের বেশ কিছু গ্রামেও হামলা চালায় আইএস। উভয় স্থানই এখন আইএসের দখলে। রোববার আনবার প্রদেশের পশ্চিমে ফালুজার কাছে সামরিক ব্যারাকে আইএসের হামলায় ১৮ পুলিশ নিহত হয়। ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখলে রেখেছে আইএস।