খেলাধুলা ডেস্ক ।। ভারতীয় ব্যাটিং লাইনের অন্যতম সেরা অংশ হিসেবে বিবেচিত রোহিত শর্মা। কিন্তু গত শনিবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচে মোহাম্মদ আমিরের ইয়র্কার খেলতে গিয়ে বাঁ পায়ের আঙুলে চোট পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা সেটি নিয়ে তাই দেখা দিয়েছে অনিশ্চয়তা।
রোববার রোহিতের পায়ের এক্স-রে প্রতিবেদনে তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানাচ্ছে, চোটের কারণে ঠিক মতো হাটতেও পারছেন না তিনি। বর্তমান ভারতীয় স্কোয়াডে ধারাবাহিক ভাবে সফলতা পাচ্ছেন এই ক্রিকেটার। কিন্তু মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে যদি তাঁকে দলে না পাওয়া যায় সেটা ভারতের জন্য বেশ বড় দুর্বলতা বলেই বিবেচনা করা যেতে পারে। চোট সমস্যাটা এশিয়া কাপ চলাকালীন এটাই ভারতের জন্য প্রথম নয়। এর আগে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় আঘাত পান শিখর ধাওয়ান। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে সম্ভবত মূল স্কোয়াডের চেয়ে তুলনামূলক দুর্বল দল নিয়ে মাঠে নামছে ভারত।