জাতীয় ডেস্ক ।। পেট্রোলের দাম কমল লিটার প্রতি ৩ টাকা, এদিকে ডিজেলের দাম বাড়ল ১ টাকা ৪৭ পয়সা। এই নিয়ে এমাসে দ্বিতীয়বার বাড়ল ডিজেলের মূল্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমতা রেখে। উল্লেখ্য এই নিয়ে সাত বার দাম কমল পেট্রোলের। শেষবার ৩২ পয়সা দাম কমেছিল চলতি মাসেরই ১৮ তারিখ। এদিকে এমাসেই ডিজেলের দাম বেড়েছিল ২৮ পয়সা। ফের আজ থেকে ১.৪৭ পয়সা দামী হল ডিজেল। দুটোর ক্ষেত্রেই বর্ধিত ভাড়া লাগু হবে মধ্যরাত থেকে। প্রসঙ্গত, গত পয়লা ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে পেট্রোল ও ডিজেল-এর মূল্য কমায় আশা করা হয়েছিল তার সুফল পড়বে ভারতীয় বাজারেও। কিন্তু সরকার আবগারি শুল্ক বাড়িয়ে দেওয়ায় পেট্রোলে প্রতি লিটারে মাত্র ৪ পয়সা ও ডিজেলে ৩ পয়সা দাম কমে। পেট্রোলে লিটার প্রতি এক টাকা ও ডিজেলে লিটার প্রতি দেড় টাকা করে আবগারি শুল্ক বাড়ানো হয়। মূলত গত নভেম্বর থেকে এই নিয়ে পঞ্চমবারের জন্য বাড়ানো হল আবগারি শুল্কের হার, ফলে সরকারের এই খাত থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা অতিরিক্ত কর আমদানি হয়।