দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৯ ফেব্রুয়ারী ।। সাম্প্রতিক সময়ের হিসেবেই শুধু নয় বিগত বেশ কয়েক বছরের ভোটের হিসেব পর্যালোচনার একেবারে সহজ সমীকরণ হচ্ছে বামফ্রন্টের অবধারিত জয়। সদ্য সমাপ্ত ADC ভিলেজ কমিটির ভোটের সমাপ্তিতে বামফ্রন্টের জয়ের ট্র্যাডিশনের কোনো পরিবর্তন হয়নি। সামগ্রিক ভাবে ৮৩ শতাংশ ভোট প্রাপ্তি হয়েছে বামফ্রন্টের। বামফ্রন্টকে শক্ত প্রতিদ্বন্দিতায় মুখে দাঁড় করানোর প্রশ্নে IPFT-র যে সম্ভাবনার কথা বলা হয়েছিল সেখানে ভোটের ফলাফলে IPFT-র বিশাল রাজনৈতিক নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে ভাববার অবকাশ নেই। IPFT, INPT, BJP, Congress-র খন্ডিত ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার ফলে স্বভাবতই বামফ্রন্ট ভোটের আগেই অনেকটা এগিয়ে থেকে লড়াইয়ে নেমেছে। ADC ভিলেজ কমিটির ভোটের আগে জোটের চেষ্টা শুরুতেই ভেস্তে গেছে। পাহাড়ে সাংগঠনিক শক্তির সঙ্গে বামফ্রন্টের নেতা মন্ত্রীরা চষে বেড়িয়েছেন গোটা রাজ্য। আসর বুঝে কীর্তনের ঢঙ্গে বামফ্রন্ট নেতৃবৃন্দ ভাষনের বিষয় পাল্টেছেন – কখনো নিশানায় ছিল দিল্লী আবার কখনো IPFT-র বিরুদ্ধে তীব্র আক্রমন। মোদ্দা কথা ADC ভিলেজ কমিটির ভোটে যাতে জমি হাতছাড়া না হয় সেজন্য জান লড়িয়ে দিয়েছে বামফ্রন্ট। জয়ের শেষে বামফ্রন্ট অভিনন্দন জানিয়েছে ভোটারদের, বলা হয়েছে এই রায় শান্তি, উন্নয়ন, অগ্রগতির স্বপক্ষে মানুষের সমর্থন। ভোটের ফলাফলের গতিপ্রকৃতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক পোষ্টমর্টেম তবে বামফ্রন্টের একচ্ছত্র আধিপত্যের বিপরীতে দায়বদ্ধতা, বিশ্বাস যোগ্যতা ও রাজনৈতিক লড়াইয়ের অভিমুখ কোন পথে ধাবমান হয় জানান দেবে আগামীর দিনগুলো।