ইরাকে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ১৪

inrআন্তর্জাতিক ডেস্ক ।। ইরাকে সোমবার পৃথক দুই আত্মঘাতী হামলায় অন্তত ১৪জন নিহত হয়েছেন। রাজধানী বাগদাদের পশ্চিমে শিয়া জঙ্গিদের ছায়া সংগঠন হাশিদ শাবির ছয়জন স্থানীয় কমান্ডার এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ালায় এক শ্রাদ্ধের অনুষ্ঠানে আটজন নিহত হন।
পুলিশ সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী বাগদাদ থেকে ৮০ কিলোমিটার উত্তরপূর্বের মুকদাদিয়ায় শিয়া নেতাদের ওপর হামলার ঘটনায় আরো ৫৮জন আহত হয়েছেন। ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ দখল করা কট্টরপন্থী সুন্নি সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এসব হামলায় দায়স্বীকার করেছে বলে টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা। এর আগে রোববার পশ্চিম বাগদাদের কাছে আবু গারিব কারাগারের কাছে আইএস জঙ্গিদের হামলায় ২৪জন নিহত হন। এরপরই রাজধানী নগরীর এক শিয়া অধ্যুষিত জেলায় এ বছরের এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ৭৮জনের মৃত্যু হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*