নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০১ মার্চ ।। কর্পোরেটমুখী সাধারন বাজেট থেকে রেল বাজেট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি সহ দিল্লীর JNU-র ঘটনা ও তার পরবর্তীতে দেশের বিভিন্নস্থানে CPI(M) কার্যালয়ে ভাঙচুর আক্রমনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে CPI(M)-র ছাত্র যুব সংগঠনের আহুত বিক্ষোভ মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। CPI(M) ছাত্র যুব সংগঠনের এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মটরস্টেন্ডের সামনে গিয়ে জমায়েত হয়। মিছিলে DYFI-র রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী, নেতা-নেত্রী সহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।