তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানানোয় ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিয়েগো দিজোদানকে মঙ্গলবার সাও পাওলো থেকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। বিবিসির খবরে বলা হয়, মাদক চোরাচালান সংক্রান্ত একটি বড় ধরনের অপরাধের তদন্তে হোয়াটস অ্যাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহে দেশটির একটি আদালতের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান আর্জেন্টিনার নাগরিক দিজোদান। ফেসবুকের মালিকানাধীন তথ্য আদান-প্রদানের প্রতিষ্ঠান হচ্ছে হোয়াটস অ্যাপ। সার্জিপ রাজ্যের পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, গ্রেফতারের পর তাকে শুধু জিজ্ঞাসাবাদ করা হবে। একটি মামলার তদন্তের জন্য হোয়াটস অ্যাপের কিছু বার্তা চেয়ে সাড়া না মেলায় আটক করা হয় ওই কর্মকর্তাকে। সাও পাওলোর একটি অভিজাত এলাকায় অবস্থিত বাসা থেকে বেরোনের সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ সার্জিপের একজন বিচারক তাকে গ্রেফতার করা নির্দেশ দেন।
ফেসবুক এ ঘটনার নিন্দা জানিয়েছে। দিজোদানকে গ্রেফতার চরম কাণ্ডজ্ঞানহীন কাজ হিসেবে অভিহিত করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্যমতে, হোয়াটস অ্যাপের মালিকানা ফেসবুকের হলেও তা আলাদাভাবে পরিচালিত হয়। ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কোনো প্রশ্ন থাকলে ফেসবুক তাতে সব সময় সাড়া দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। এনিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয় দফায় ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াল ফেসবুক। এর আগে অন্য একটি ফৌজদারি মামলার তদন্তে সহযোগিতা না মেলায় ডিসেম্বরে সারা দেশে ৪৮ ঘণ্টার জন্য হোয়াটস অ্যাপ বন্ধ রাখার আদেশ দেন এক বিচারক।