শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উচ্চতর মাধ্যমিক পরীক্ষা, বৃহস্পতিবার থেকে মাধ্যমিক

hs examনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় বুধবার, চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত। প্রথম দিনে উচ্চমাধ্যমিক পরীক্ষার বিষয় ছিল ইংরেজী। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চমাধ্যমিকের পাশাপাশি মাদ্রাসা ফাজিল ও থিওলজি পরীক্ষাও শুরু হয় বুধবার। ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল ২৪২৪৭ জন, ২০১৫ সালে পরীক্ষায় বসেছে ২৮২২২ জন। এবছর (২০১৬) উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা হল ২৯,২১৪ জন। নয়া পাঠ্যসূচীর ভিত্তিতে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে।
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে, চলবে আগামী ২৮শে মার্চ পর্যন্ত। একই দিনে মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি শুরু হবে মাদ্রাসা মাধ্যমিক ও মাধ্যমিক আলিম পরীক্ষা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*