নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মার্চ ।। অতিসম্প্রতি কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে দেশজুড়ে পক্ষে বিপক্ষে জোরদার সমালোচনা চলছে। তার মধ্যেই প্রতিবাদের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার ভারতের ছাত্র ফেডারেশন (SFI) শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত করে। শিক্ষাখাতে ব্যয় বরাদ্দ কমিয়ে দেয়া সহ জনবিরোধী ও কর্পোরেটমুখী কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে এই মিছিল সংগঠিত হচ্ছে বলে জানায় SFI-র তরফে। বৃহস্পতিবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে SFI আহুত প্রতিবাদ মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মিছিলে SFI-র নেতা, কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।