দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ মার্চ ।। কেন্দ্রীয় বাজেট নিয়ে দেশজুড়ে পক্ষে বিপক্ষে জোরদার সওয়াল জবাব চলছে। তার মধ্যেই প্রতিবাদের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোটা দেশের জুয়েলারীর ঝাঁপ বন্ধ ছিল সঙ্গে ত্রিপুরাতেও খোলেনি জুয়েলারী। কেন্দ্রীয় বাজেটে সোনার অলঙ্কারে অতিরিক্ত সেস্ বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই জুয়েলারী বন্ধের কর্মসূচী পালন করা হয়েছে।