দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৩ মার্চ ।। বৃহস্পতিবার বাধারঘাটের রামঠাকুর কলেজের জনৈক ছাত্রকে দক্ষিন দিক থেকে শহরমুখী মারুতির ধাক্কা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। TR01-Z-0421 নম্বরের শহরমুখী মারুতি বাধারঘাট চৌমুহনীতে নিয়ন্ত্রণ হারিয়ে রামঠাকুর কলেজের এক ছাত্রকে ধাক্কা দেয় গুরুতর আহত ছাত্রকে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে গোটা রামঠাকুর কলেজের পড়ুয়ারা দলে দলে লাঠি, রড নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারুতি গাড়ী ভাংচুরে লিপ্ত হয়, উত্তপ্ত হয়ে উঠে ঘটনাস্থল। অবস্থা সামাল দিতে বাধারঘাট চৌমুহনীতে প্রহরারত TSR মৃদু লাঠিচার্জ করতেই ঘটনায় ঘৃতাহুতি হয়। শুরু হয় খন্ড যুদ্ধ ছুটে আসেন রামঠাকুর কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপকরা, উপস্থিত হয় এ. ডি. নগর থানার ভারপ্রাপ্ত আধিকারীক সহ বিশাল TSR বাহিনী।
উল্লেখ্য মারুতি গাড়ীটিতে চালক সহ তিন আরোহীকেও হাসপাতালে পাঠানো হয়। বাধারঘাট চৌমুহনীতে মারুতি গাড়ী দুর্ঘটনার উত্তেজনা সাময়িক প্রশমনের শেষে রামঠাকুর কলেজের ছাত্ররা ক্ষুব্ধ হয়ে উঠে TSR-র লাঠিচার্জ নিয়ে প্রশ্ন তোলে কার নির্দেশে TSR লাঠিচার্জ করেছে। উত্তেজিত ছাত্র, কলেজের অধ্যক্ষ সহ পুলিশের আধিকারিকরা ঘটনা নিয়ে কলেজ চত্ত্বরে মীমাংসা নিয়ে বৈঠকে বসে রফা সূত্র বের করে ছাত্রদের উত্তেজনা কমানোর চেষ্টা করেছেন। রামঠাকুর কলেজের গেট বন্ধ করে অনুষ্ঠিত হয় এই আলোচনা।