খেলাধুলা ডেস্ক ।। আসন্ন ইউরো কাপকে সামনে রেখে তিনটি প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচ তিনটির তারিখ ও সূচি চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) প্রীতি ম্যাচ তিনটির দিনক্ষণ ঠিক করে। সূচি অনুযায়ী, আগামী ২২ মে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে তুরস্কের মুখোমুখি হবে ইংল্যান্ড। পাঁচদিন পর অর্থাৎ ২৭ মে সান্ডারল্যান্ডের ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে দ্বিতীয় প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা। আর ২ জুন শেষ প্রীতি ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি রয় হজসনের দল। এই ম্যাচটি ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইউরো চ্যাম্পিয়নশিপের মতো মেগা টুর্নামেন্টের আগে এমন তিনটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ আয়োজন করতে পারায় বেজায় খুশি হজসন, ‘আমি এজন্য আনন্দিত যে, তিনটি চ্যালেঞ্জিং প্রতিপক্ষের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করতে পেরেছি, যেটি আমাদের ইউরো চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রস্তুতিতে সাহায্য করবে।’
প্রসঙ্গত, আগামী ১০ জুন স্বাগতিক ফ্রান্স ও রোমানিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে ইউরো ২০১৬ এর পর্দা উঠতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর পরের দিন তথা ১১ জুন রাশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে থ্রি লায়ন্সদের অপর দুই সঙ্গী হলো ওয়েলস ও স্লোভাকিয়া।