আন্তর্জাতিক ডেস্ক ।। ভেঙে পড়লো হেলিকপ্টার, মারা গেলেন ২ জন। গুরুতর জখম হয়েছেন আরো ২ জন। ঘটনাটি ঘটে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কোয়। পুলিশ জানায়, হেলিকপ্টারের ২ যাত্রীর মৃত্যু হয়েছে। তবে হেলিকপ্টারের চালকসহ আরেকজন প্রাণে বেঁচে গেছেন। রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের গর্ভনর এসভেতলানা অরলোভা জানান, এদিন মস্কোর ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে আচমকাই ভেঙে পড়ে ‘এএস-৩৫০’ কপ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। কপ্টারের চালকসহ আরেকজন গুরুতর আহত হয়েছেন। এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ‘এএস-৩৫০’ কপ্টারটি কী কারণে ভেঙে পড়ল তা এখনো স্পষ্ট নয়। বেআইনি জঙ্গল সাফ না হওয়ায় গাছে ধাক্কা লেগেই হেলিকপ্টারটি ভেঙে পড়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। তবে চালকের ভুল ছিল কি না বা কপ্টারটির প্রযুক্তিগত ত্রুটি ছিল কিনা, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান অরলোভা।