দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৪ মার্চ ।। ত্রিপুরায় দীর্ঘ বাম শাসনে একচ্ছত্র আধিপত্যে একের পর এক নির্বাচনে অনায়াস বিজয় হচ্ছে। ভোট এলেই শুরু হয় জোটের সম্ভাবনা, শক্ত লড়াইয়ের কথাবার্তা। সবশেষে সবটাই অন্তসার শূন্য কাহিনীতে রুপান্তরিত হয়। রাজ্যের রাজনীতিতে এ মুহূর্তে বামফ্রন্টের ক্ষমতা একেবারে নিস্কন্টক বললেও অত্যুক্তি হয় না। এই রাজ্যের নির্বাচনে বামফ্রন্টের বিরোধী হিসেবে কংগ্রেসই ছিল মূখ্য প্রতিপক্ষ, দিনে দিনে চিরন্তন সেই দৃশ্যে পরিবর্তন হচ্ছে। কংগ্রেসের জমি দখলে তৎপর এমুহূর্তে ভারতীয় জনতা পার্টি। ভবিষ্যতের লড়াই কোথায় গিয়ে দাঁড়াবে এক্ষুনি বলা সম্ভব নয়। তবে রাজ্য কংগ্রেসের আবহমানকালের রাজনীতি নিয়ে নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে। মূলতঃ পশ্চিমবঙ্গে বামফ্রন্ট-কংগ্রেস শেষ পর্যন্ত যদি একাত্মা হয়ে বিধানসভার ভোটে অবতীর্ণ হয় ত্রিপুরা কংগ্রেস কোন পথ অবলম্বন করবে। পশ্চিমবঙ্গের জোট নিয়ে রাজ্য কংগ্রেসের সভাপতি দিল্লী আসা যাওয়া করছেন, কেউ জল কোনদিকে গড়ায় সেই অপেক্ষায় তার মধ্যেই বিরোধী দলের নেতা নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। সব মিলিয়ে রাজ্য কংগ্রেসের আগামীর ভবিষ্যৎ নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর জল্পনা কল্পনা।