গোপাল সিং, খোয়াই, ০৬ মার্চ ।। ফুটপাত দখলমুক্ত করার নামে শুক্রবার সন্ধ্যায় পুর কর্তারা অমানবিক নির্যাতন করলেন কৃষকদের উপর। পুর পরিষদের ফুটপাত দকলমুক্ত করার অভিযান সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু জনগনের অভিমত, সুভাষপার্ক বাজার এলাকায় সরকারী বিশাল জায়গা দখল করে ব্যবসা করছেন ব্যবসায়ী। অথচ ওসব পুর কর্তাদের চোখে পড়েনা। ঐ সমস্ত জায়গায় গেলে পুর কর্তারা ধৃতরাষ্ট্র হয়ে যান। শুক্রবার সব থেকে অমানবিক ঘটনা ঘটল গরীব-নিরীহ কৃষকদের সাথে। খেটে-খাওয়া কৃষক ১৫টি আঁটি কুমড়োর ডোগা নিয়ে বাজারে আসেন। খোয়াই বারবিল গ্রাম থেকে পায়ে হেঁটে আসেন সুভাষপার্ক বাজারে। বাজারের ভেতরই রাস্তার পাশে ডোগা নিয়ে বসে পড়েন। কিন্তু পুর কর্তারা সঙ্গে সঙ্গেই সব ক’টি কুমড়োর ডোগাই বাজেয়াপ্ত করেন। কৃষকরা দৌড়ে এসেও পুর কর্তাদের হৃদয় গলাতে পারেননি। বরং ভর্ৎসনার স্বীকার হন। খোয়াই পুর পরিষদের দ্বিচারিতায় সমালোচনার ঢেউ খোয়াই জুড়ে।