শুভ্র দে, চূড়াইবাড়ি, ০৬ মার্চ ।। রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে নাজেহাল চূড়াইবাড়ির ব্যবসায়ীরা। পাশাপাশি রেলের জায়গায় দীর্ঘদিন ধরে স্থায়ী ভাবে বসবাসরত অনেক পরিবার ভিটে হারা হচ্ছেন। শুক্রবার ড্রজার লাগিয়ে প্রায় শতাধীক পাকা দোকানঘর ভাঙ্গা সহ বসবাসরত অনেক পরিবারকে উচ্ছেদ করে রেল কর্তৃপক্ষ। শতাধীক ব্যবসায়ী সহ পরিবারগুলো কর্মহীন ও ভিটেহীন হয়ে পরেছে। এলাকাবাসীরা জানায়, তারা নোটিশ পাওয়ার পরেও ধর্মনগর মহকুমা শাষকের নিকট ডেপুটেশান দিয়েও কোনো সাহায্য পায়নি। উচ্ছেদের পর তারা জননেতা অমিতাভ দত্তের দ্বারস্ত হন সাহায্যের জন্য। এখন দেখার অসহায় উচ্ছেদকারীদের পাশে কে এসে দাঁড়ায়।