দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০৩ অক্টোবর ।। আজ মহানবমী, মর্ত্যে মায়ের আগমনে যে আনন্দ উচ্ছাসের বন্যা পরিলক্ষিত হয়েছে, মহানবমীতে উচ্ছাসের মধ্যেই বিদায়ের বিষাদ ধ্বনির সুর। মায়ের আগমনে আনন্দের ছবিতে মা চলে যাচ্ছেন ভাবতেই হৃদয়ের উচ্ছলতা অন্যরুপ দিচ্ছে। নবমীর রাতে আলোর বন্যায় ভেসে যাওয়া রাজপথে প্রায় সারা রাত্রি দর্শনার্থীদের দেখা গেছে শহরের বিগ বাজেটের পূজো প্যান্ডেলে।