তারায় তারায় ডেস্ক ।। শাহরুখ খানের নতুন সিনেমা ‘ফ্যান’ প্রতিদিন নতুন নতুন খবরের শিরোনাম হচ্ছে। বলিউডের প্র্রচারণা কৌশলই এমন। কিন্তু কে জানত এ প্রচারণায় যোগ হবে শাহরুখ ভক্তের অসাধারণ কীর্তি! শিবাম জেমিনি নামের শাহরুখ ভক্ত অভিনব একটি কাজ করেছেন। ‘ফ্যান’ সিনেমার ট্রেলার বানালেন নতুন করে। সেখানে সিনেমাটির গৌরব চরিত্রে অভিনয় করা শাহরুখের স্থলাভিষিক্ত হলেন নিজে। ভক্তের এমন কাণ্ডে দারুণ মুগ্ধ শাহরুখ। কারণ পেশাদার না হয়েও চমৎকার ভিএফএক্সের কাজ দেখিয়েছেন শিবাম। শাহরুখ এক টুইটে তার মেধার প্রশংসা করেন। আমন্ত্রণ জানিয়েছেন নিজের প্রতিষ্ঠানে ভিএফএক্স টিমে।