পাকিস্তানে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, নিহত ১৭

pakআন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের পার্বত্য খাইবার পখতুনখোয়া প্রদেশের চারসাড্ডা জেলার শাবকাদার এলাকায় স্থানীয় একটি আদালত প্রাঙ্গণে সোমবার বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক নারীসহ ১৭জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩০জন। জঙ্গি সংগঠন তেহেরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায়স্বীকার করেছে। পাকিস্তানী দৈনিক ডন জানিয়েছে, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনটির অঙ্গসংগঠন জামাতুল আহরার সাংবাদিকদের কাছে পাঠানো এক ই-মেইলের মাধ্যমে হামলার দায়স্বীকার করেছে। দেশটিতে পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরকে হত্যাকারী মুমতাজ কাদরির মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ হিসেবে এ হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এটি একটি আত্মঘাতী হামলা ছিল বলে জানিয়েছে পুলিশ। আদালত প্রাঙ্গণে প্রবেশের চেষ্টার সময় হামলাকারীকে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বাধা দিলে প্রবেশপথেই বোমা হামলার ঘটনা ঘটে। এরপর হামলাকারীকে লক্ষ্য করে গুলিও চালায় পুলিশ। এসময় কাছাকাছি দাঁড় করিয়ে রাখা কিছু যানবাহনে আগুন ধরে যায়। নিরাপত্তা ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছেন। পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের সাতটি আধা-স্বায়ত্তশাসিত এলাকার মধ্যে অন্যতম মোহমান্দ আদিবাসী এলাকা, যার কাছাকাছি অবস্থিত শাবকাদার। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলেই পাকিস্তানী তালেবান ও আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর আধিপত্য রয়েছে। পাকিস্তানে বর্তমানে দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান চলছে এবং এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো যখন সফলতা অর্জনের দাবি করছে, তখনই এ ঘটনা ঘটল। ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি বিদ্যালয়ে হামলায় অধিকাংশ শিশুসহ দেড় শতাধিক মানুষের নিহত হওয়ার পর এ কর্মপরিকল্পনা কার্যকর হওয়ার পর থেকে মোট দুই হাজার ১৫৯জন জঙ্গিকে হত্যা এবং আরো এক হাজার ৭২৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায় ২০১৪ সালের পর থেকে পাকিস্তানে এ ধরনের হামলার ঘটনা ৭০ শতাংশ কমে গেলেও নিরাপত্তা বাহিনী ও সাধারণ জনগণকে লক্ষ্য করে এসব হামলা খুব একটা অনিয়মিতও নয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*