তিউনিশিয়ায় সীমান্তে জঙ্গি হামলা, নিহত ৫৩

koihআন্তর্জাতিক ডেস্ক ।। তিউনিশিয়ার লিবিয়া সংলগ্ন পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর বেন গার্ডানেতে সোমবার বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। সন্দেহভাজন আইএস জঙ্গিদের এ হামলার পর রাতভর লড়াইয়ে অন্তত ৫৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটির লিবীয় সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হাসিদ এসিদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক কথিত ইসলামপন্থী সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সীমান্ত এলাকা দখলে নেওয়ার চেষ্টায় এ হামলা চালিয়েছে। নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে নজিরবিহীন এই হামলা পরিকল্পিত ও সংঘবদ্ধ ছিল বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপ্রধান বেজি কাইদ এজবেসি। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তিউনিশিয়ার স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী সীমান্ত এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ ও জোরদারের উদ্দেশ্যে এলাকাটি মঙ্গলবার পরিদর্শন করেছেন।
জানা গেছে, বেশ কয়েকটি সেনাছাউনি ও পুলিশ চেকপোস্টে ক্ষেপণাস্ত্র চালিত গ্রেনেডসহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা শুরু করে দুর্বৃত্তরা। শহরটিতে বর্তমানে কারফিউ জারি করে রেখেছে সরকার। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি ‘লিবিয়ার প্রবেশপথ’ হিসেবে পরিচিত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও অস্ত্র চোরাচালানের একটি অন্যতম কেন্দ্রীয় পথ বলে জানিয়েছে আলজাজিরা। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা দেশে ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ জাল বিস্তারের কথা জানালে বেন গার্ডানেতে নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর অভিযান শুরু হয়। লিবিয়ায় আইএস-বিরোধী অভিযানকে অনুসরণ করেই এ অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছিল তিউনিশীয় প্রশাসন।
প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ার একটি বড় অংশ দখল করে তথাকথিত খিলাফত গঠন করা আইএস’র আরো বেশ কয়েকটি দেশে সক্রিয়তা বাড়ছে। গত বছর তিউনিশিয়ায় বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলা পরিচালনা করেছে আইএস। ছুটি উদযাপনে তিউনিশিয়ায় বেড়াতে যাওয়া বিদেশী পর্যটকদের ওপর হামলা চালানো জঙ্গিরা লিবিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বলে ধারণা করা হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পর্যটনশিল্প।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*