মিছিল থেকেই ভোটপ্রচার শুরু করে দিলেন মমতা

cmজাতীয় ডেস্ক ।। ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসে পশ্চিমবঙ্গের শ্যামবাজার থেকে ডোরিনা ক্রোসিং পর্যন্ত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজই, সংসদে, স্বরাষ্ট্রমন্ত্রকের পেশ করা পরিসংখ্যানে ফের প্রশ্নের মুখে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোকে হাতিয়ার করে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে আক্রমণ সিপিএমের। উপলক্ষ ছিল নারী দিবস। কিন্তু বাস্তবে হল তৃণমূলের ভোট-প্রচার! যেখানে খোদ তৃণমূলনেত্রীর গলায় শোনা গেল স্লোগান, ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা বাঁচাবে তৃণমূল, হাত-হাতুড়ি-পদ্ম, এদের করুন জব্দ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গের শ্যামবাজার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী যেদিন রাজপথে, তাৎপর্যপূর্ণভাবে সেদিনই সামনে এল রাজ্যের নারী নির্যাতন সংক্রান্ত উদ্বেগজনক তথ্য! এদিন লোকসভার প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য পেশ করে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী হরিভাই চৌধুরী জানান, ২০১৪ সালে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে ২৯টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান ২৮ নম্বরে। পশ্চিমবঙ্গের পরে রয়েছে একমাত্র জম্মু-কাশ্মীর।
স্বরাষ্ট্রমন্ত্রকের নথিতে উল্লেখ, ২০১৪ সালে রুজু হওয়া ধর্ষণের চেষ্টার মামলার নিরিখে ২৯টি রাজ্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে ১৬৫৬টি ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে। সেখানে বিহারে ৪৮৪, রাজস্থানে ৩৭৩ এবং উত্তরপ্রদেশে ৩২৪টি।
১৬৫৬টি ধর্ষণের চেষ্টার মামলার মধ্যে পশ্চিমবঙ্গে মাত্র ১২টি ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয়েছে। বিহারে ৪৮৪টি ধর্ষণের চেষ্টার মামলায় দোষী সাব্যস্তের সংখ্যা ১৩টি। রাজস্থানে ৩৭৩টি মামলায় ২৪টিতেই দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের এই পরিসংখ্যানকে হাতিয়ার করে নারী দিবসে মমতা বন্দ্য্যোপাধ্যায়ের পথে নামাকে কটাক্ষ করেছে সিপিএম। পশ্চিমবঙ্গ দলের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম বলেন, এত খারাপ অবস্থা স্বাধীনতার আগে হয়নি। এই রেকর্ড যেখানে, সেখানে রাস্তায় নেমে উনি মিছিল করছেন। বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকা উচিত ছিল।
নারী দিবসে পশ্চিমবঙ্গের তৃণমূলের মিছিল ঘিরে বিপর্যস্ত হয়ে পড়ে মধ্য কলকাতার যানচলাচল। এস এন ব্যানার্জী ধরে মিছিল ধর্মতলায় যাওয়ার কথা থাকলেও, মিছিল চলাকালীন রুট পরিবর্তন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এস এন ব্যানার্জী রোডের বদলে লেনিন সরণীতে ঢুকে পড়ে মিছিল। পরিস্থিতি সামাল দিতে কালঘাম ছুটে যায় ট্রাফিক পুলিশের। তথ্যসূত্র – এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*