নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ মার্চ ।। রাজ্যে বর্তমানে রেশনে ভোক্তাদের ভর্তুকি সহ ১৬ টাকা কেজি দরে চিনির সরবরাহ করা হচ্ছে। বর্তমানে খোলা বাজারে চিনির মূল্য অনেক বেড়েছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। মঙ্গলবার, মহাকরণে এক সাংবাদিক সন্মেলনে বিদ্যুৎ মন্ত্রী জানান, রেশনে চিনি সরবরাহের জন্য নতুন করে যে টেন্ডার ডাকা হয়েছে তাতে বর্তমানে রেশনে চিনির মূল্য দাঁড়াবে প্রতি কেজি ২২ টাকা। চিনির এই বর্ধিত মূল্য আগামী ১লা এপ্রিল থেকে কার্যকর হবে।