দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ মার্চ ।। ২০৩০ এর মধ্যে মহিল পুরুষ ৫০ : ৫০ লিঙ্গ সমতার পদক্ষেপের আহ্বানে গোটা পৃথিবীতে ৮ই মার্চ পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ত্রিপুরায় আন্তর্জাতিক নারী দিবসে শহরের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সৌজন্যে আয়োজিত হয়েছে আলোচনাচক্র। সামাজিক অবস্থানের দিক থেকে বিভিন্ন অংশের নারীরা অংশ নিয়েছেন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে। বিশ্বজুড়ে নারীদের সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের পাশাপাশি পূর্ণ স্বাধীনতার প্রশ্নে বর্তমান প্রতিবন্ধকতা দূর করতে সংঘবদ্ধ ভূমিকার গুরুত্বের কথা উঠে এসেছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আলোচনাচক্রে। নারী পুরুষের সমান অধিকারের ক্ষেত্রে ত্রিপুরার ভূমিকা নিয়ে আলোচনায় প্রশাসনের বিভিন্ন পদক্ষেপে নারী অগ্রগতির বর্তমান চিত্র তুলে ধরা হয়। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে রাজ্যে মহিলাদের অংশগ্রহন গোটা দেশে ব্যতিক্রমী উদাহরন বলে অভিমত ব্যক্ত করা হয়। মহিলা ক্ষমতায়নে সরকারী কর্মসূচী বাস্তবায়নে রাজ্যে মহিলাদের সার্বিক অংশগ্রহনেই কাঙ্ক্ষিত সাফল্য আসছে বলে মতামত ব্যক্ত করেছেন আরো বেশী মহিলাদের অংশগ্রহনের আহ্বান জানানো হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আলোচনাচক্র। রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবস পালনে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্বোধক হিসেবে রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা ডি ডারলং, সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মনিকাদত্ত রায় সহ আরো অনেকে।