সংসদের বাইরে দাঁড়িয়ে নিজের গায়ে আগুন দেওয়ার হুমকি

Parliament (4)জাতীয় ডেস্ক ।। বুধবার দুপুরে সংসদের বাইরে দাঁড়িয়ে এক মধ্য বয়স্ক ব্যক্তি নিজের গায়ে আগুন দেওয়ার হুমকি দিচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মীরা প্রথমে কিছুটা হতচকিত হয়ে গেলেও, পরে তারা পরিস্থিতি সামলে নেয়। পুলিশ এসে সেই ব্যক্তিকে হেফাজতে নিলে, হরিয়ানার শিরসার বাসিন্দা হরি সিংহ জানান, তিনি তাঁর বোন ও ভাগ্নির মৃত্যুর জন্যে বিচার চেয়েও না পেয়ে এই চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর দাবি রাজস্থানের হনুমানগড়ের কয়েকজন ব্যক্তি মিলে তাঁর বোন ও বোনের মেয়েকে হত্যা করে। কিন্তু সেই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে হরি সিংহের এই দাবি খতিয়ে দেখবে দিল্লি পুলিশ। এবিষয়ে তারা হরিয়ানা পুলিশের সঙ্গে কথাও বলবে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, আপাতত ওই ব্যক্তির ডাক্তারি পরীক্ষাও করা হবে, এবং অন্য আত্মীয়-স্বজনের সঙ্গেও কথা বলবে পুলিশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*