রাজিব সাহা, আগরতলা, ০৯ মার্চ ।। ২০১৫ সালের ১০ নভেম্বর বাইক চুরির দায়ে জনৈক যুবক প্রসেনজিৎ দত্ত পূর্ব থানা পুলিশের হাতে ধরা পরেছিল ১১ নভেম্বর। তারপর কর্তব্যরত কনস্টেবলকে ফাঁকি দিয়ে পালিয়েছিল ধৃত চোর প্রসেনজিৎ দত্ত। ফলে কর্তব্যরত কনস্টেবলকে সাসপেন্ডও করা হয়েছিল। জানাযায়, থানা থেকে পালিয়ে বাংলাদেশ গা ঢাকা দেয় সে। গত সোমবার যাত্রাপুর থানার অন্তর্গত মেলাঘর ঠাকুরপুকুরপাড় এলাকায় একটি বাসে থানার কনস্টেবল দেখতে পায়। তারপর কনস্টেবল বিক্রম বাস থেকে প্রসেনজিৎকে গ্রেফতার করে।