গোপাল সিং, খোয়াই, ০৯ মার্চ ।। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার পদ্মবিল ব্লকে ডেপুটেশন প্রদান করল আইপিএফটি। ১লা মার্চ থেকে ৭২ ঘন্টা বিক্ষোভ অবস্থান, সোমবার সড়ক অবরোধ এবং মঙ্গলবার ডেপুটেশন। কিন্তু সুরহা হলনা কোনটাতেই। দক্ষিন পদ্মবিল এডিসি ভিলেজ ভোটে অনিয়মের অভিযোগে দীর্ঘ দিনের সমস্যা মিটলনা এখনও। পদ্মবিল ব্লকে ডেপুটেশন প্রদান করেও মিলল না প্রয়োজনীয় নথি। আইপএফটি’কে জয়ী ঘোষনা করে কিভাবে পূনর্নগননা করে একটি আসন বামফ্রন্টের দখলে গেল তা নিয়েই বিক্ষোভে আইপিএফটি। মঙ্গলবার পদ্মবিল ব্লকে ডেপুটেশন প্রদান করেও সুরহা না হওয়ায় আইপএফটি’র প্রতিনিধিনা জেলা শাসকের সাথে ফের একবার বৈঠকে মিলিত হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও সুরহা না হওয়ায় মঙ্গলবার সারাদিনই চলল খোয়াই-রাধানগর সড়ক অবরোধ। পদ্মবিল ব্লকে ডেপুটেশনের কারনে সেখানে আগে থেকেই টিএসআর, পুলিশ ও কমান্ডো দল জল কামান, কাঁদানো গ্যাস সহ প্রস্তুত ছিল। শত শত আইপিএফটি কর্মী-সমর্থক মিছিল করে সভায় মিলিত হয়। কিন্তু ডেপুটেশন দিতে গেলে বিডিও নির্বাচনের ফলাফল সংক্রান্ত কাগজ-পত্র কিংবা ফটো কপিগুলি দিতে পারেননি। টালবাহানার মুখে ডেপুটেশনকারীরা বেরিয়ে পড়েন। চলে যান জেলা শাসক এন.ডার্লং-এর নিকট, কিন্তু তিনিও কোন সদুত্তর দিতে পারেননি। বরং বিষয়টি নির্বাচন কমিশন পর্যন্ত নিয়ে যাবার আশ্বাস দিয়েছেন মাত্র। এমনই তথ্য জানালেন আইপিএফটি’র শীর্ষ নেতৃত্বরা।