নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ।। ২০১৬ সালের প্রথম সূর্যগ্রহণ দৃশ্য হল বুধবার। এই সূর্যগ্রহণ ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল থেকে আংশিক দৃশ্য হয়েছে। শুধু তাই নয় গোটা ভারতেই আংশিক সূর্যগ্রহণ দৃশ্য হয়েছে। ভারতের মতো অস্ট্রেলিয়া, দক্ষিন-পূর্ব এশিয়া থেকেও আংশিক দৃশ্য হয়েছে। পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্য হয় ইন্দোনেশিয়া সহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। বুধবার সূর্যগ্রহণ শুরু হয় ভোর ৪টা ৪৯ মিনিটে এবং শেষ হয় বেলা ১০টা ৫ মিনিটে। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা ১৯ মিনিটে চাঁদ সরাসরি সামনের দিক থেকে সূর্যকে অতিক্রম করতে শুরু করে এবং সূর্যগ্রহণ শুরু হয়। পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদের অবস্থানের কারণে পৃথিবীতে সূর্যের সরাসরি আলো আসার সবগুলো দিক বন্ধ হয়ে যায় এবং দিন সাময়িকভাবে রাতে পরিণত হয়। ইন্দোনেশিয়া ও মধ্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিকাংশ এলাকা থেকেই সূর্যগ্রহণ দেখা গেছে এবং আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে অস্ট্রেলিয়া ও এশিয়ার কিছু এলাকা থেকে। সূর্যগ্রহণ দেখার জন্য সমুদ্র সৈকত এলাকাগুলোতে জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। রাজ্যেও আংশিক সূর্যগ্রহণ দেখার জন্য জড়ো হয়েছিলেন কিছু মানুষ। আগামী ২০১৯ সালের ২৬ ডিসেম্বর ফের সূর্যগ্রহণ দৃশ্য হবে ভারতে।