নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৯ মার্চ ।। বুধবার NIT-তে সুপার কম্পিউটিং ফেসিলিটির উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ডঃ এ পি জে আব্দুল কালাম ব্লকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী বলেন, সুপার কম্পিউটিং ব্যবস্থাপনা কারিগরী শিক্ষার ক্ষেত্রে উন্নত দিক। NIT আগরতলার সুপার কম্পিউটিং ফেসিলিটির উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন NIT-র ডিরেক্টর ডঃ গোপাল মুগেরাই, পুনের কার্যনির্বাহী অধিকর্তা ডঃ হেমন্ত দরবারী সন অন্যান্যরা। সুপার কম্পিউটিং ফেসিলিটির উদ্বোধনের পূর্বে মূখ্যমন্ত্রী NIT-র নবনির্মিত ইনফরমেশন সিকিউরিটি এবং ইউমেন কম্পিউটার ইন্টারেকশান ল্যাব পরিদর্শন করেন।