গোপাল সিং, খোয়াই, ১০ মার্চ ।। খোয়াই পদ্মবিল কান্ডে বুধবার রাজ্য বিজেপি’র একটি দল জেলাশাসক এন ডার্লং –এর কাছে সাক্ষাৎকারে মিলিত হন। বিজেপি’র তরফ থেকে জানানো হয়, পন্মবিল ব্লকের রিটার্নিং অফিসার তথা বিডিও প্রদীপ দেববর্মা দক্ষিন পদ্মবিল ADC ভিলেজের ৪নং ওয়ার্ডের ৭নং আসনে IPFT প্রার্থী বিপুল দেববর্মাকে বিজয়ী বলে ঘোষণা করলেও ২৭ মার্চ গণনার দিন মধ্যরাতে সিদ্ধান্ত পাল্টে সেই আসনে CPI(M) প্রার্থী ভূপেন দেববর্মাকে বিজয়ী বলে ঘোষণা করেন। বিজেপি’র তরফে জেলাশাসকের কাছে দাবী জানানো হয় দু’দিনের মধ্যে বিডিও প্রদীপ দেববর্মাকে বরখাস্ত করা সহ IPFT প্রার্থী বিপুল দেববর্মাকে বিজয়ী ঘোষণা করতে হবে। তা না হলে দিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এই ইস্যুকে নিয়ে যাওয়া হবে। এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, প্রাক্তন বিধায়ক সুবল ভৌমিক সহ বিজেপি’র রাজ্য নেতৃত্বরা।