নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ।। নয়াদিল্লীস্থিত বেলজিয়ামের রাষ্ট্রদূত জন রুকস বৃহস্পতিবার বিকালে মহাকরণে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারের সময় রাষ্ট্রদূতের সঙ্গে বেলজিয়ামের এক প্রতিনিধি দল সহ রাজ্যের মূখ্যসচিব যস্পাল সিং-ও উপস্থিত ছিল। বেলজিয়ামের রাষ্ট্রদূতের হাতে মূখ্যমন্ত্রী স্মারক উপহার তুলে দেন। সাক্ষাৎকারের পর বেলজিয়ামের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, ত্রিপুরার শিল্প ও বাণিজ্যের কি সম্ভাবনা রয়েছে তা খতিয়ে দেখতেই তিনি এখানে এসেছেন।