নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ।। ভিলেজ কমিটির ভোট শেষ হওয়ার রেশ এখনো কাটেনি ত্রিপুরার, এর মধ্যেই আরো এক ভোটের দামামা বেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গেছে। কিছু দিন পরেই হতে চলেছে রাজ্যসভা নির্বাচন। ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনটিতে নির্বাচনের জন্য দু’জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন CPI(M) প্রার্থী ঝর্না দাস (বৈদ্য) এবং INC প্রার্থী জ্যোতির্ময় নাথ। উল্লেখ্য, শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। শুক্রবার রাজ্য নির্বাচন দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়।