গোপাল সিং, খোয়াই, ১১ মার্চ ।। কখনো গনেশের মতো দেখতে শিশু, কখনো দুই মস্তক বিশিষ্ট বিভিন্ন পশুর সাবক জন্ম নিচ্ছে প্রায়ই শোনা যায়। ধর্মীয় বিষয়কে এর সাথে যুক্ত করে কুসংস্কার আর অসেচতনতা দাঁপিয়ে বেড়ায়। কিন্তু এর সঙ্গে যুক্তিসঙ্গত, বিজ্ঞানসন্মত বিষয়টা অচিরেই হারিয়ে যাচ্ছে। আর এসব কিছুর পেছনে কাজ করে গুজব নামক একটা সংক্রমন। ঠিক এমনই ঘটনার পুনরাবৃত্তি হল খোয়াইয়ের তুলাশিখর ব্লকের নালিয়াবাড়ি এডিসি ভিলেজে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সারাদিনব্যাপী উতসাহী মানুষের ভীড় কেবলই বেড়ে চলেছে নালিয়াবাড়ি এলাকার জনৈক সুশেন্দ্র দেববর্মার বাড়ীতে। ক্রমশঃ গুজব ছড়াতে শুরু করে এলাকায় নাকি একটি ছাগল ছানার জন্ম হয়েছে যা দেখতে অনেকটা হাতির সাবকের মত। দেখাযায় জনৈক সুশেন্দ্র দেববর্মার বাড়ীতে একটি ছাগল ছানার জন্ম হয়েছে ঠিকই কিন্তু হাতির সাবকের মত দেখতে নয়, আসলে ছাগল ছানাটি একটু ভিন্ন আকৃতির দেখতে। ছানাটির মুখ থেকে অনেকটা লেজের অংশের মত বেরিয়ে ছিল। অনেক্টি আশ্চর্যজনকভাবেই ছাগল ছানাটি জন্ম নিয়েছে দুটি লেজ নিয়ে। তবে মানুষের ভীড়ে ছানাটি ভীতিগ্রস্থ হয়ে পড়েছে। দেখে বোঝা যাচ্ছিল ছানাটি অসুস্থ্য, সঠিক চিকিৎসার প্রয়োজন থাকলেও বর্তমানে ছাগল ছানাটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।