নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ ।। বৃহস্পতিবার থেকে তিনদিন ব্যাপী শুরু হয়েছে ভারতীয় সেনা বাহিনীর নিয়োগ র্যালী। শুক্রবার সকালে দ্বিতীয় দিনের নিয়োগ র্যালীতে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ভারতীয় সেনা বাহিনীর নিয়োগ র্যালীতে আগত যুবকদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি রাজ্যের যুবকদের আরও বেশী করে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি রাজ্যে এধরনের নিয়োগ র্যালী আয়োজন করার জন্য ভারতীয় সেনাবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সি এন ভান্ডালে, কর্ম ও শ্রম দপ্তরের বিশেষ সচিব কে ডি চৌধুরী, সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তা বলিন দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডঃ মলিন্দ রামটেকে।