T-20 বিশ্বকাপ উত্তেজনার পারদে ভাসছে দেশজুড়ে ক্রিকেট ভক্তরা

t20দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৪ মার্চ ।। T-20 বিশ্বকাপকে ঘিরে ক্রিকেটজ্বরে আক্রান্ত গোটা দেশ। যোগ্যতা পর্বের লড়াইয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়ে বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্থান। ব্যাটে বলে দুর্দান্ত লড়াই করে আফগানিস্থান T-20 বিশ্বকাপে নিজেদের উজার করে দেবে সন্দেহ নেই। পাশাপাশি মাশরাফির নেতৃত্বে প্রত্যাশামত বিশ্বকাপে খেলার যোগ্যতা পর্বে বাঁধা টপকে অংশ নিতে যাচ্ছে মূল পর্বে। ব্যস্ত পৃথিবীতেমাত্র কয়েকঘন্টার ঝড়ো ক্রিকেটের ভক্ত সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ছক্কা চারের ফুলঝুড়ি চাক্ষুস করতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে স্টেডিয়াম বলাই বাহুল্য। এক বল কিংবা এক ওভারেই পাল্টে যাবে ২০ ওভার ক্রিকেটের চিত্রনাট্য – ওবপ্ন পরিনত হবে দুঃস্বপ্নে আবার দেখা যাবে অবিশ্বাস্য বিজয়ের কাহিনী। ১৫ই মার্চ নাগপুরে T-20 বিশ্বকাপের পর্দা উঠবে ভারত বনাম নিউজীল্যান্ডের ম্যাচ দিয়ে, রুদ্ধশ্বাস উত্তেজনায় কাঁপছে আসমুদ্র হিমাচল।

মহারণের শেষে ওয়ার্ল্ড টি-টুয়েন্টির সেমিফাইনাল হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায় এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ফাইনাল ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
দুই গ্রুপের শীর্ষ দুটি করে চারটি দল সেমিতে উত্তীর্ণ হবে। আগামী ৩০ মার্চ দিল্লিতে প্রথম সেমিফাইনাল এবং ৩১ মার্চ মুম্বাইয়ে হবে দ্বিতীয়টি। ফাইনাল ম্যাচটি ৩ এপ্রিল ইডেনে। এদিকে মোট দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হতে যাওয়া এই মহারণে ‘এ’ গ্রুপে পড়েছে- শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আফগানিস্তান। আর গ্রুপ অব ডেথ ‘বি’তে পড়েছে- বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের সূচি-

১৫ মার্চ: ভারত-নিউজিল্যান্ড (নাগপুর, রাত ৮টা)
১৬ মার্চ: পাকিস্তান-বাংলাদেশ (ইডেন গার্ডেন্স, বিকাল ৩টা ৩০ মিনিট)
১৬ মার্চ: উইন্ডিজ-ইংল্যান্ড (ওয়াংখেড়ে, রাত ৮টা)
১৭ মার্চ: শ্রীলংকা-আফগানিস্তান (ইডেন গার্ডেন, রাত ৮টা)
১৮ মার্চ: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ধর্মশালা, বিকাল ৩টা ৩০ মিনিট)
১৮ মার্চ: দ. আফ্রিকা-ইংল্যান্ড (ওয়াংখেড়ে, রাত ৮টা)
১৯ মার্চ: ভারত-পাকিস্তান (ইডেন গার্ডেন্স, রাত ৮টা)
২০ মার্চ: দ. আফ্রিকা-আফগানিস্তান (মুম্বাই, বিকাল ৩টা ৩০ মিনিট)
২০ মার্চ: শ্রীলংকা-উইন্ডিজ (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২১ মার্চ: অস্ট্রেলিয়া-বাংলাদেশ (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২২ মার্চ: নিউজিল্যান্ড-পাকিস্তান (মোহালি, রাত ৮টা)
২৩ মার্চ: ইংল্যান্ড-আফগানিস্তান (দিল্লি, বিকাল ৩টা ৩০ মিনিট)
২৩ মার্চ: ভারত-বাংলাদেশ (ব্যাঙ্গালুরু, রাত ৮টা)
২৫ মার্চ: পাকিস্তান-অস্ট্রেলিয়া (মোহালি, বিকাল ৩টা ৩০ মিনিট)
২৫ মার্চ: দ. আফ্রিকা-উইন্ডিজ (নাগপুর, রাত ৮টা)
২৬ মার্চ: নিউজিল্যান্ড-বাংলাদেশ (ইডেন গার্ডেন্স, বিকাল ৩টা ৩০ মিনিট)
২৬ মার্চ: ইংল্যান্ড-শ্রীলংকা (দিল্লি, রাত ৮টা)
২৭ মার্চ: ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান (নাগপুর, বিকাল ৩টা ৩০ মিনিট)
২৭ মার্চ: ভারত-অস্ট্রেলিয়া (মোহালি, রাত ৮টা)
২৮ মার্চ: দ. আফ্রিকা-শ্রীলংকা (দিল্লি, রাত ৮টা)

সেমি-ফাইনাল
৩০ মার্চ: গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স আপ (দিল্লি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)
৩১ মার্চ: গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স আপ (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

ফাইনাল

৩ এপ্রিল: দুই সেমিফাইনাল বিজয়ী (ইডেন গার্ডেন্স, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*