নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ ।। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে নির্মিত ১০০ শয্যা বিশিষ্ট সুদৃশ্য নবনির্মিত পেনশনার্স আবাস ‘আশ্রয়’-র উদ্বোধন হল সোমবার । এক অনুষ্ঠানে ফিতা কেটে আগরতলা কুঞ্জবনস্থিত পেনশনার্স আবাস ‘আশ্রয়’-র শুভ উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। বহুতল বিশিষ্ট এই আবাসে দুই শয্যার ঘর রয়েছে ৪২টি এবং ৪ শয্যার ৫টি ঘর রয়েছে, পাশাপাশি ১০৮ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়ামও রয়েছে। এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে অন্যান্য ১২টি রুম, ফাস্ট ফ্লোরে ৫টি, সেকেন্ড ফ্লোরে ২টি এবং থ্রার্ড ফ্লোরে ১টি রুম রয়েছে। পেনশনার্স আবাস ‘আশ্রয়’-র উদ্বোধন করে মূখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, রাজ্য সরকারী কাজে যারা যুক্ত ছিলেন অবসর গ্রহনের পর যাদের দেখার কেউ থাকেনা, অবহেলার পাত্র হিসেবে চিহ্নিত হন তাদের জন্য রাজ্য সরকারের উদ্যোগে ত্রিপুরার প্রথম এই আবাস তৈরি করা হয়েছে। পেনশনার্স আবাস ‘আশ্রয়’-র উদ্বোধনী অনুষ্ঠানে মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ, সংশ্লিষ্ট দপ্তরের বিশেষ সচিব চৈতন্য মূর্তি, অধিকর্তা ডি ডার্লং, ত্রিপুরা গভঃ পেনশনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক দিলীপ দাম।