ফরেন্সিক পরীক্ষায় নয়া তথ্য – পাঠানকোটের হামলাকারীরা সংখ্যায় ৬ জন

pkজাতীয় ডেস্ক ।। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটিতে ৬ জন জঙ্গিই হামলা চালিয়েছিল। ফরেন্সিক পরীক্ষায় এই তথ্যই মঙ্গলবার উঠে এল। পাঠানকোটে হামলাকারীরা সংখ্যায় কতজন ছিল? হামলার সময় থেকেই এই প্রশ্ন বারবার সামনে এসেছে। এদিন সরকারি সূত্রে জানা গিয়েছে, জঙ্গি-নিকেশ অভিযান শেষ হওয়ার পর সেখানে পরীক্ষা করে দেখে এনআইএ টিম। সম্প্রতি, তারই বিস্তারিত ফরেন্সিক রিপোর্ট জমা পড়েছে। সেখানে বলা হয়েছে, ঘাঁটির মধ্যে যে ক্যান্টিন বিল্ডিংটি শেষে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তার ধ্বংসাবশেষ থেকে আরও ২ জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। গত ১ জানুয়ারি রাতে পঞ্জাবের পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জয়েশ-ই-মহম্মদ জঙ্গিরা। তিনদিন ধরে চলা অপারেশনের পর সব জঙ্গি খতম হয়। জঙ্গি-নিকেশ অভিযানের দায়িত্বে থাকা এনএসজি-র দাবি ছিল হামলাকারীরা সংখ্যায় ৬ জন ছিল। কিন্তু, এনআইএ তাদের প্রাথমিক রিপোর্টে জানায়, চার জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তবে, তখনও ক্যান্টিনের মধ্যে থাকা ২ জঙ্গির ঝলসানো দেহ চিহ্নিত হয়নি। ফরেন্সিক পরীক্ষায় তা নিশ্চিত হয়। তথ্যসূত্র – এবিপি নিউজ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*