খেলাধুলা ডেস্ক ।। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই ধাক্কা খেল ভারত। নিউজিল্যান্ডের কাছে ৪৭ রানে রানে হেরে গেল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল। জয়ের জন্য ১২৭ রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৭৯ রানে অল আউট হয়ে যায় ভারত। অন্যদিকে, টি-২০ তে ভারতের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল নিউজিল্যান্ড। ৬ ম্যাচের ছয়টিতে জিতল তারা। এরমধ্যে রয়েছে বিশ্বকাপের দুটি ম্যাচ।
নিউজিল্যান্ডের পক্ষে সান্টনার ১১ রানে ৪ উইকেট, সোধি ১৮ রানে ৩ উইকেট, নাথন ম্যাকুলাম ১৫ রানে ২ উইকেট এবং এএফ মিলনে ৮ রানে ১ উইকেট নেন। স্পিনের জালে হাঁসফাঁস করলেন ভারতীয় ব্যাটসম্যানরাই।