দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৫ মার্চ ।। CPI(M)-র রাজনৈতিক, সাংগঠনিক ক্ষেত্র সহ বিভিন্ন স্তরে দীর্ঘকাল দলের সঙ্গে জড়িত ছিলেন হরকিষান সিং সুরজিৎ, দলের সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন শ্রী সুরজিৎ। তাঁর জন্মশতবর্ষে CPI(M) ত্রিপুরা রাজ্য কিমিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল সভার আয়োজনে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে CPI(M) আহুত হলসভায় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য প্রকাশ করাত,রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, CPI(M) রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর সহ আরো অনেকে। হরকিষান সিং সুরজিতের জন্মশতবর্ষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল সভায় বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে দলের ভূমিকা নিয়ে আলোচনায় হরকিষান সিং সুরজিতের মতো নেতৃত্বের প্রদর্শিত পথে অবিচল থেকে কাঙ্খিত সংগ্রামের কথা উঠে এসেছে। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে CPI(M) আহুত হলসভায় হল ঘর ছিল দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।